Asia cricket broad rules
১. খেলা হবে ১০ ওভার হার্ড মোডে। ম্যাচের আগে টস হবে, যে টস জিতবে সে তার ইচ্ছানুযায়ী আগে ব্যাট/বল করবে। যে আগে ব্যাট করবে তাকে username এবং loot নিয়ে go লিখে খেলতে যেতে হবে, ৪০ লেখার ২০ মিনিটের মধ্যে শেষ করে স্কোর কার্ডের screenshot গ্রুপে দিতে হবে ও যে রান চেজ করবে তাকেও ৪০ লিখে ২০ মিনিটের মধ্যে খেলা শেষ করে ফলাফলের screenshot গ্রুপে দিতে হবে। যে আগে ব্যাট করবে তার শেষ সময় রাত ১১টা এবং যে চেজ করতে নামবে তার শেষ সময় রাত ১২টা। নির্ধারিত সময়ে খেলা না খেললে প্রতিপক্ষ জয়ী ঘোষণা করা হবে (যদি সমস্যার কথা জানানো না হয়)।
*গ্রুপে লুট চাওয়ার সময় যদি কেউ না থাকে তাহলে নিজ থেকে যেকোন লুট সেট করে সময়সহ ss দিয়ে go লিখে খেলতে যেতে হবে এবং খেলা শেষে স্কোরকার্ডের ss এও সময় উল্লেখ থাকা আবশ্যক। উদাহরণস্বরূপ:
2. বৃষ্টি আইন (DLS METHOD) - কেউ যদি ম্যাচ দেরি করে পাঠায় তাহলে প্রতি মিনিটের জন্য ২ রান কেটে নেয়া হবে।
আশা করি, সবাই টুর্নামেন্ট উপভোগ করবেন এবং নিজেদের সেরাটা দিয়ে খেলবেন। টুর্নামেন্টের নিয়মাবলী সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। গ্রুপের আইন-কানুন বজায় রাখবেন এবং সবার সাথে মিলেমিশে থাকবেন।
0 comments